চিলাহাটি কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন হল বই উৎসবের মধ্যদিয়ে

এ.আই পলাশ-
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকায় ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে চিলাহাটি কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠনের শুভ উদ্বোধন হল গত ১৯/০১/২০১৬ইং তারিখে। বিশেষ সূত্রে জানা গেছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটির দক্ষ ১৫ জন শিক্ষক শিক্ষিকাদ্বারা পরিচালিত হয়ে আসছে। অপর দিকে ১৬ জন গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিচালানা কমিটি গঠন করায় এলাকায় ব্যপক সারা মিলছে। এব্যাপারে উক্ত কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল রইছুল ইসলাম, পরিচালক রশিদুল ইসলাম অভিভাবক সদস্য কমিটির সভাপতি জিয়াউল আহসান প্রধান ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম লিটন বলেন, বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠনে প্লে থেকে কেজি ফাইভ পর্যন্ত সকাল ৮টা থেকে সকাল ১০.৩০মিনিট পর্যন্ত প্রায় ২০০ ছাত্র/ছাত্রী  নির্বিঘেœ সুশিক্ষায় পাঠদান করছেন শিক্ষকরা। এরমধ্যে নৈতিক শিক্ষা ও আরবি শিক্ষা বধ্যতামূলক করা হয়েছে। ছোট ছোট শিশুদের জন্য লেখাপড়া শেষে খেলাধুলার জন্য উন্নতমানের খেলার সামগ্রী বসানোর চেষ্ঠা চালিয়ে যাচ্ছি যাতে করে এই ছেলে মেয়েরা এই শিক্ষাজ্ঞান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগনের কল্যাণে ব্যাপক ভুমিকা রাখবে। বই উৎসবের দিন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে  বই তুলে দেন ডোমার উপজেলার কেতবীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক, (দীপু) প্রিন্সিপাল রইছুল ইসলাম, সভাপতি জিয়াউলহক প্রধান, পরিচালক রশিদুল ইসলাম।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8194739902532344934

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item