সৈয়দপুরে বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১২ জানুয়ারী॥
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ  আমজাদ হোসেন সরকার ভজে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার স্থগিত চারটি কেন্দ্রের ভোট গ্রহন ও গননা শেষে সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বেসরকারী ফলাফলে এ ঘোষনা দেন। সুত্র মতে নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ২৯ হাজার ৯১২ ভোট পেয়ে বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার ভজে পুনরায় মেয়র পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। তিনি নৌকা মার্কা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।
সুত্র মতে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সৈয়দপুর পৌর নির্বাচনে ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টিতে আমজাদ হোসেন সরকার পেয়েছিলেন ২৫ হাজার ৮২৩ ভোট। মঙ্গলবার অনুষ্ঠিত স্থগিত চারটি কেন্দ্রে বিএনপি’র আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৪ হাজার ৮৯ ভোট। এ নিয়ে তাঁর মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১২। আর স্থগিত চারটি কেন্দ্রে আওয়ামী মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ২ হাজার ১০৬। এর আগে ২৮টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নৌকা প্রতীকে পেয়েছিলেন ১৯ হাজার ৯৬৯ ভোট। সব মিলিয়ে তাঁর মোট ভোট সংখ্যা দাঁড়ায়  ২২ হাজার ৬৫।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ গোলযোগের কারণে স্থগিত করে নির্বাচন কমিশন। মঙ্গলবার পৌরসভা ওই ৪টি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ করা হয়।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8477809300259563468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item