স্বাধীনতার ৪৪ বছরেও সংস্কার নেই দমদমায় একাত্তরের বধ্যভূমি, দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে দেশবন্ধু গ্রুপ

হাজী মারুফ :


রংপুর নগরীর উপকণ্ঠ দমদমায় একাত্তরের বধ্যভূমির জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে দেশবন্ধু গ্রুপের এনা প্রপার্টিজ। দখলের উৎসবে মেতেছেন এক খড়ি ব্যবসায়ীও। অনেকের অভিমত, স্বাধীনতার ৪৪ বছর পরও বধ্যভূমিটির সংস্কার না করায় উন্মুক্ত জমিগুলো দখলের সুযোগ পাচ্ছে ভূমিদস্যুরা।
এই স্থানটিতে ১৯৭১ সালের ৩ মে কয়েকশ’ নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করে পাক-হানাদার বাহিনী। এখানেই ধরে এনে খুন করা হয় কারমাইকেল কলেজের চার শিক্ষককে।
২০০০ সালের ১৪ ডিসেন্বর বধ্যভূমির ফলক উন্মোচন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজান্মেল হক। তারপর তার পর থেকে আর সংস্কার হয়নি বধ্যভুমিটির।
সরেজমিনে দেখা যায়, বধ্যভূমির একটি বড় স্থান দখল করে সাইন বোর্ড টানিয়ে দিয়েছে দেশবন্ধু গ্রুপের এনা প্রপার্টিস। পাশের সড়ক ও জনপথের জমিও গেছে তাদের দখলে। নামফলকটিও বেদখল করে সেখানে খড়ির ব্যবসা করছেন এক ব্যাক্তি।
বধ্যভূমিটি সংরণে জেলা প্রশাসনের উদাসিনতার কারণ জানা না গেল্ওে জনমনে এনিয়ে ােভের সঞ্চার হয়েছে। এনা প্রপার্টিসের কর্তা আলমগীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

রংপুর 3992734412083579572

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item