পাগলাপীর মোহনা কিন্টার গার্টেনে শুরু হয়েছে দু‘দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা-আজ সমাপনী

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
উৎসব মূখর ও নকল মুক্ত পরিবেশে আজ সোমবার থেকে শুরু হয়েছে রংপুরের পাগলাপীরে ঐতিহ্যবাহী মোহনা কিন্টার গার্টেন এন্ড গার্লস স্কুলে দু‘দিন ব্যাপী নর্থ বেঙ্গল কিন্টার গার্টেন এন্ড ফ্রি ক্যাডেট স্কুল সোসাইটির বৃত্তি পরীক্ষা ২০১৫। আগামীকাল মঙ্গলবার শেষ হবে উক্ত বৃত্তি পরীক্ষা। জানা গেছে ৪শ মার্কের উক্ত বৃত্তি পরীক্ষার আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণিত, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আগামীকাল একই সময়ে বাংলা ও ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে কেন্দ্র সচিব মোহনা কিন্টার গার্টেন এন্ড গার্লস স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক বিএসসি ও পরিচালক নুরুন্নবী জাহাঙ্গীর প্রতিনিধিকে জানান এ কেন্দ্রে ৪টি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলি হচ্ছে সদর উপজেলার খলেয়া গঞ্জিপুরের বর্নামালা শিশু নিকেতনের ৪৮জন, মমিনপুর সেন্টারের হাটের কবি দিলরুবা শাহাদাৎ ভিআইপি কিন্টার গার্টেন ২৩জন, মুন্সিরহাটের কবি নজরুল ইসলাম কিন্টার গার্টেনের ২৮জন ও পাগলাপীরের মোহনা কিন্টার গার্টেন এন্ড গার্লস স্কুলের ৫৩জন সহ মোট ৪টি প্রতিষ্ঠানের ১৫২জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিচ্ছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4882136001952142381

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item