নীলফামারীর দুই পৌরসভায় পথে পথে পথসভায় প্রচারণার সমাপ্তি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ঃ

নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর পৌর সভায় পথে পথে পথসভার মধ্য দিয়ে প্রচারণার সমাপ্তি ঘটেছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী সোমবার  রাত ৯টা পর্যন্ত  পৌর এলাকার বিভিন্ন স্থানে ওই পথসভায় বক্তৃতা দেন প্রতিদ্বন্দী মেয়র প্রার্থীরা। প্রচারনা শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ওই দুই পৌরসভার চিত্র পাল্টে গেছে। নেই কোন কোলাহল। চারিদিকে যেন থম থম ভাব ।
বর্তমানে সৈয়দপুর ও জলঢাকা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে। এছাড়া ইসির অনুমোদিত যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নির্বাচনের দিনসহ এর পূর্ববর্তী এবং পরের দিন পৌর এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ভোট কেন্দ্রে এখনও ব্যালট পেপার, সিল, প্যাড,কালি সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জামাদী পাঠানো শুরু হয়নি।  জেলা নির্বাচন অফিসার জুলহাস উদ্দিন বলেন, আজ দুপুর আড়াইটার পর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জামাদীবুঝিয়ে দিয়ে পুলিশ পাহারায় তাদের  ভোট কেন্দ্রে পৌচ্ছে দেয়া হবে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5255772228438644360

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item