নীলফামারীর দুই পৌরসভার নির্বাচনে ২৭টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

প্রথম দফায় আগামীকাল ৩০ ডিসেম্বর নীলফামারীর দুইটি পৌরসভার নির্বাচনে  পুলিশের গোয়েন্দা বিভাগ ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ন /ঝুকিপুর্ন হিসাবে চিহিৃত করেছে। এরমধ্যে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রের মধ্যে  ১৯টি এবং জলঢাকা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিকে ঝুকিপুর্ন চিহিৃত করা হয়।
আজ মঙ্গলবার নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান নির্বাচন কমিশনের নির্দেশমতে গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে ১ জন পুলিশ অফিসারসহ ৮ জন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন সহ ২১ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ১৯ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব ও বিজিবির ৫টি মোবাইল টীম টহলে থাকবে।
জেলা প্রশাসক জাকীর হোসেন জানান অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ল্েয আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নির্বাচনী অনিয়ম রোধ এবং তাৎণিক বিচার ব্যবস্থার জন্য নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কোন কর্মকর্তার বিরুদ্ধে পপাতিত্বের অভিযোগ উঠলে তাৎণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2438693215947832741

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item