নীলফামারী জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮ দশমিক ৫৫৭

ইনজামাম-উল-হক নির্ণয়॥
নীলফামারী জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮ দশমিক ৫৫৭ ভাগ। অপর দিকে ইবতেদায়ী মাদ্রাসায় পাশের হার ৯৩ দশমিক ৪৬। চলতি বছরের পরীক্ষার ফলাফল প্রকাশের পর  আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং সেল থেকে। 
সুত্র মতে এই জেলার ছয় উপজেলা থেকে এবার পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ৪৩ হাজার ৯৫৮ জনের। কিন্তু অংশগ্রহন করে ৪১ হাজার ৫৮৬ জন। এরমধ্যে পাস করেছে ৪০ হাজার ৯৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৫০ জন। এর মধ্যে মেয়ে রয়েছে ২ হাজার ৫৮৬ ও ছেলে রয়েছে ২ হাজার ২৬৪। অপরদিকে ইবতেদায়ী মাদ্রাসায় পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ২ হাজার ৫৪২জনের। কিন্তু অংশ নেয় ২ হাজার ১১৩জন। পাস করেছে ১ হাজার ৯৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। এরমধ্যে মেয়ে ১১জন ও ছেলে ৯ জন। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7212720826273131730

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item