পিস্তল-গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
র‌্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ (সিপিসি) নীলফামারী ক্যাম্পের সদস্যরা একটি অত্যাধুনিক বিদেশী সচল অবৈধ পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী  হালিম (২৫) নামের এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।র‌্যাব-১৩ কোম্পানী-২ (সিপিসি) নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাজার থেকে একটি বিদেশী সচল পিস্তল, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী হালিমকে আটক করে নীলফামারী সিপিসি-২ ক্যাম্পে আনা হয়।
সে একই জেলার হরিপুর উপজেলার মুসানগাঁও গ্রামের জাবেদ আলীর ছেলে। সে র্দীঘ দিন থেকে চোরাই পথে  ভারতীয় সীমান্ত দিয়ে অস্ত্র নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসা করে আসছিল। রাতেই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর হরিপুর থানা পুলিশে সোপর্দ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6643692667539749831

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item