প্রাক-বড়দিন উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানান কর্মসূচি

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৯ ডিসেম্বর॥
প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার উৎসব মূখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে নীলফামারীর নটখানায় ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশন (টিএলএমবি) আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। এছাড়া বড়দিনের তাৎপর্য রেখে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশনের কান্ট্রি ডিবেক্টর মিঃ সলোমন সুমন হালদার সিভিল সার্জন ড. আব্দুর রশিদ , সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, মেডিক্যাল কো-অডিনেটর ড. ডেবিট খান, প্রজেক্ট ম্যানেজার আবু আল হেলাল, প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিং, টিএলএমবির কর্মকর্তা ফা.মার্কস মুর্মু  প্রমখূ। অনুষ্ঠানে মিশনের রংপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড়  জেলার কর্মকর্তা, সদস্য, কর্মী ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5471601237918974237

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item