নীলফামারীতে সরিষা চাষের উপর কৃষক প্রশিক্ষণ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৩ ডিসেম্বর॥
সরিষা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী  সদর উপজেলার কুৃন্দপুকুর ইউনিয়ন আরডিআরএস বাংলাদেশ  ফেডারেশনে। শনিবার (১২ ডিসেম্বর/ ২০১৫) ওই প্রশিক্ষনে  সভাপতিত্ব করেন কুৃন্দপুকুর ইউনিয়ন ফেডারেশন চেয়ারম্যান নুরজাহান বেগম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্্িরস। আরও উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ কেজিএফ প্রকল্পের গবেষনা সহযোগী মহিদুল ইসলাম, আরডিআরএস এর কৃষি কর্মকর্তা দীলিপ কুমার রায় এবং কৃষক ফোরামের সভাপতি মমিনুর ইসলাম। নতুন শস্যবিন্যাস স্বল্পমেয়াদি আমন-সরিষা/আলু-মুগডাল-আউশ ধান এর আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ২০১২ সাল থেকে সরিষা মাঠ পর্যায়ে সম্প্রসারণের কাজ করছে। চলতি বছর জেলায় ৩০০ জন কৃষকের ৩০০ বিঘা জমিতে সরিষা চাষ করা হয়। প্রশিক্ষনে কৃষকদের মাঝে বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ বিতরন করা হয়। প্রধান অতিথি উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্্িরস সরিষা চাষের কলাকৌশল তুলে ধরেন। সরিষা চাষ করে ফসল ৮০-৮৫ দিনে ঘরে তোলা সম্ভব। সরিষা বীজের বাজার মূল্য বেশী হওয়ায় নিজে বীজ রেখে অর্থনৈতিক ভাবে সাশ্রয় হওয়া যায়। তিনি কৃষককে সরিষা বীজ সংরক্ষনে উদ্বদ্ধু করেন। বাজার মূল্য বেশী হওয়ায় সরিষা চাষে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবে। স্বল্পমেয়াদি সরিষা এর চাষ সম্প্রসারণে জেলায় প্রচুর সুযোগ আছে। তারা আরডিআরএস বাংলাদেশকে এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6065064133916977184

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item