নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৬ ডিসেম্বর॥
মহান বিজয় দিবস-২০১৫ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে জেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ১৮০ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের একটি করে শাল (চাদর) প্রদান দেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোনাব আলী, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক,পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও সাবেত আলী, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী , জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার ফজলুল হক, ডিপুটি কমান্ডার কান্তি রঞ্জন কুন্ডু ও শওকত আলী টুলটুল, সাবেক কমান্ডার জয়নাল আবেদীন, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, চেম্বার সভাপতি এস,এম সফিকুল আলম ডাবলু প্রমুখ। বক্তরা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন করেছেন এবং বঙ্গবন্ধু বাংলাদেশটা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4594485443793310176

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item