নীলফামারীতে বিশ্ব মানবিক অধিকার দিবসে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারীঃ
নীলফামারীতে বিশ্ব মানবিক অধিকার দিবসে বৈষম্য বিলোপ আইন প্রনয়নসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার সংরক্ষণ কমিটি। শনিবার বেলা ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধনে শিশুসহ দলিত জনগোষ্ঠির পরিবারের সদস্যরা অংশ নেয়।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি শাওন ভূইমালির সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সংগঠনের সহসভাপতি সাংস্কৃতিক সম্পাদক স্বপন চন্দ্র দাস, প্রচার সম্পাদক মুন্না বাসফোর প্রমুখ।
বক্তারা বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্ন্তভুক্ত, পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য নিবাপত্তা নিশ্চিত করা, বিকল্প পেশায় অর্ন্তভুক্তসহ আট দফা দাবি উপস্থাপন করে বলেন, এসব অবহেলিত মানুষ সমাজেরই একটি অংশ। সমাজের কোন অংশকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ উন্নয়ন কখনোই চিন্তা করা যায় না। তারা দ্রুত দলিত জনগোষ্ঠির মান উন্নয়নে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1459497746848878302

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item