নীলফামারীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এ্যাডভোকেসি ওয়ার্কশপ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২ ডিসেম্বর॥
স্থানীয় সরকার শক্তিশালীকরনে ব্র্যাকের পক্ষে জেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে । এতে অংশ নেয় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, নির্বাচিত প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক এবং বিভিন্ন  সেক্টরের প্রতিনিধিগণ। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টায় পর্যন্ত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা প্রতিনিধি রইসউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,অতিরিক্ত  পুলিশ সুপার জাকারিয়া রহমান, সদর উপজেলার ভুমি কমিশনার ফখরুল হাসান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী,জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি শাহজাহান আলী চৌধুরী, সাধারন সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু। বক্তব্য রাখেন ,বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকার, নারী জনপ্রতিনিধি জেসমিন আক্তার, লাকী বেগম, নিকাহ রেজিষ্টার আব্দুল আজিজ, সাংবাদিক তাহমিন হক ববি,শীষ রহমান, সামছুল ইসলাম প্রমুখ। অপর দিকে ব্র্যাকের  পে ওয়ার্কশপের ল্য, উদ্দেশ্য এবং কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাকের রংপুর বিভাগের সামাজিক মতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান ও সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার । তারা জানান স্থানীয় সরকার শক্তিশালী করণ প্রকল্প নীলফামারী জেলায় ইউপি প্রতিনিধি প্রশিণ প্রদান ৪৯৫জন, রিফ্রেসার্স প্রদান ৪০৭ জন, ইউপি সদস্যদের নিয়ে উপজেলা ফোরাম গঠন ৫টি, উপজেলা ফোরাম মিটিং ৪৫টি, উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ ১৪টি, সিটিজেন কমিটি গঠন ১৪টি এবং উন্মুক্ত বাজেট প্রদান করা হয় ৪টি। কর্মশালায় স্থানীয় সরকার শক্তিশালী করণের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ, শিখন এবং সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং স্থানীয় সরকার শক্তিশালী করণের জন্য বিভিন্ন পদপে গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়।
উলেখ্য ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসুচির উদ্দ্যোগে স্থানীয় সরকার শক্তিশালী  করন প্রকল্পের আওতায় ২২টি জেলার ১৪৫টি উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের প্রশিণ, রিফ্রেসার্স, উপজেলা ফোরাম গঠন, ফোরাম কমিটি, উপজেলা ও   জেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ, ওয়ার্ড সভা অনুষ্ঠান,  উন্মুক্ত বাজেটে প্রনয়নে সহযোগিতার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরনে  কাজ  করে যাচ্ছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1409332876422182571

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item