নীলফামারীতে কারু শিল্পীর ওপর হামলার প্রতিবাদে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী
-নীলফামারীতে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে গুরুত্বর আহত কারু শিল্পী ধনঞ্জয় রায় ওরফে ডাকো সাধুর (৭০) বিপদে এগিয়ে এসেছেন সংগীত শিল্পীরা। গণ সংগীত গেয়ে জানালেন নিন্দনীয় সেই হামলার প্রতিবাদ। সেইসাথে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।  আজ সোমবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে ব্যতিক্রমী ওই প্রতিবাদ আয়োজন করা হয়।পথচারীরা  চলার পথে সেখানে খানিকটা থমকে দাঁড়িয়ে অনুধাবন করেন সংগীতে প্রতিবাদের ভাষা। আয়োজনটি করেন নীলফামারীর খ্যাতিসম্পন্ন ফারুক ভুইয়ার গণসংগীত দল।ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পূর্ব খলিশাপচা গ্রামের কারু শিল্পী ধনঞ্জয় রায়ের পরিবারের সদস্যরা। সেখানে গুরুত্বর কারু শিল্পী ধনঞ্জয় রায় ওরফে ডাকো সাধুকে একটি ভ্যানে শুয়ে রেখে উপস্থিত রাখা হয়। চলতি বছরের‘গত ৭ নবেম্বর জমিজমা বিরোধে ওই জমির ভুয়া মালিকানা দাবি করে প্রতিবেশী ডালিম,মতিন দলবল নিয়ে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে  ডাকো সাধুর মাথায় গুরুত্বর জখম এবং ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়। এসময় পরিবারের ৭ সদস্যরা গুরুত্বর আহত হয়। এ ঘটনায় ১৪ নবেম্বর ১০ জনের নামে সদর থানায় ডাকো সাধুর ছেলে প্রদীপ বাদি হয়ে একটি মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার  করেনি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8542730454929039953

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item