ট্রাক ভর্র্তি আলু নিয়ে চালক উধাও

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৪ ডিসেম্বর॥
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর চালশাহ পাড়া গ্রামের ৫জন কৃষকের ১৭৩ বস্তা নতুন আলু নিয়ে উধাও হয়েছে ট্রাকচালক। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। খোয়া যাওয়া নতুন ওই আলুর বর্তমান বাজার মুল্য  প্রায় ৫ লাখ টাকা।
জানায় যায় ওই গ্রামের ৫ আলু চাষী যথাক্রমে কালা বাবু (৪০), এনামুল হক (৪৫),আব্দুর রহিম (৪৬),সহিদার রহমান (৩৮) ও মোক্তার আলী (৫০) আলী তাদের জমির উৎপাদিত  নতুন আলু ঢাকার কাওরানবাজারে নিয়ে বিক্রির জন্য উপজেলা ট্রাক দালাল অফিস থেকে একটি ট্রাক ভাড়া করেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া ট-১১-১৪-৬৩ নম্বর  ট্রাকে ওই ৫জন কৃষক তাদের জমির ১৭৩ বস্তা আলু লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গভীর রাতে ট্রাকটি বগুড়া এলে ট্রাক চালক শাহ আলম ওই কৃষকদের জানায় তার ট্রাকের গিয়ার বক্স সমস্যা হয়েছে এবং মেরামতে সময় লাগবে জানিয়ে ওই ৫ কৃষককে একটি আবাসিক হোটেলে অপেক্ষা করতে বলে। কিন্তু সেই ট্রাক চালক আর ফেরেনি আলু বস্তা নিয়ে।  সোমবার সকাল থেকে ওই কৃষকরা বগুড়া শহর ঘুরে ট্রাক চালক শাহ আলমের খোঁজ না পেয়ে এবং তার মোবাইল বন্ধ পেয়ে দুপুরে ফিরে আসে কিশোরীগঞ্জে। উপজেলার ট্রাক শ্রমিক অফিসের লোকজন বগুড়ার সন্ধ্যান চালিয়েও ট্রাকটির হদিস পায়নি। ধারনা করা হচ্ছে ট্রাক চালক আলু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে। কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান কৃষকরা থানায় এসেছিলো।  তাদেরকে বগুড়া থানায় যোগাযোগ করতে বলেছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4002018572955172071

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item