গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন- জলঢাকায় মির্জা ফখরুল ইসলাম

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ নির্বাচন। সারা দেশের সবগুলো পৌরসভায় নির্বাচিত হয়ে সেমি ফাইনাল জিতে ২০১৬ সালে ফাইনাল খেলতে চাই। এ জন্য দরকার আপনাদের সহযোগীতা, আপনাদের ভোট ৩০ তারিখে বিএনপির প্রার্থী কমেট চৌধুরীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচন করুন। বৃহষ্পতিবার শেষ বিকেলে জেলা বিএনপি’র আয়োজনে জলঢাকা ভূমি অফিস সংলগ্ন মাঠে পৌরসভা নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন কৃষকরা ধানের দাম পায় না। বাড়ে সারের দাম, বিদ্যুতের দাম। এ অবৈধ্য সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য বদলাতে হলে ধানের শীষে ভোট দিন। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম নির্বাচনের জন্য সেনা বাহিনী মোতায়ন করুন। সবাই যেন নিশ্চিতে ভোট সেন্টারে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। তাই বিএনপি’র সব ভাই বোনদেরকে বলছি। নিজের ভোট যেন অন্য কেউ দিতে না পারে। ভোট সেন্টারে শক্ত অবস্থানের আহবান জানান তিনি। নির্বাচনী পথসভায় জলঢাকা পৌর বিএনপির সভাপতি আহমেদ সাঈদ ডিডু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ আখতারুজ্জামান মিয়া, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপি নেতা পিপি আনিছুল আরেফিন চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি ও মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, পৌর বিএনপি নেতা ময়নুল ইসলাম প্রমুখ। পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 872482891573590809

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item