জলঢাকায় বার্ষিক কৃষি ব্যালী ও মাঠ দিবস অনুস্ঠিত।

 মর্তুজা ইসলাম (জলঢাকা প্রতিনিধি)-
নীলফামারীর জলঢাকায় রবিবার সকালে খুটামারা বালাপাড়া
 কৃষাণ বাজার এলাকায় সমম্বিত কৃষি সহযোগীতা প্রকল্পের (আইএএসপি) উদ্দোগে বার্ষিক কৃষক ব্যালী ও মাঠ দিবস অনুস্ঠিত হয়। এ উপলক্ষে সিনজেন্টা ফাউন্ডেশন বাংলাদেশ ও শার্পের আয়োজনে শতশত কৃষকের অংশগ্রহনে ব্যালী ও মাঠ দিবস বিষয়কক আলোচনা সভা অনুস্ঠিত হয়।আইএএসপি শার্পের প্রজেক্ট কো অর্ডিনেটর আব্দুল করিমের সভাপতিত্বে অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিনজেন্টা ফাউন্ডেশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্হাপক (সাপ্লাই চেইন) আশরাফুল আলম প্রধান, মিরগন্জ ইউপি চেয়ারম্যান মোনাব্কেরুল হক ,শার্পের ইউনিট অফিসার দিপু রন্জন, ফিল্ড অর্গানাইজার আল মামুন, হাবিবুর রহমান, রব্বানী ও বালাপাড়া কৃষান বাজার হাব কমিটির সভাপতি আশরাফুল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সবজি চাষে কম খরচে কিভাবে অধিক লাভবান হওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5622035804699308675

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item