ভোটের মাইকিং ছন্দ ছড়িয়ে অন্ধ মমিনূর

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

লেখাপড়া না জানা দৃষ্টি প্রতিবন্ধী মমিনূর রহমান (৩৬) ভিক্ষা ছেড়ে ভোটের মাইকিং করছেন। মাইকে তার কণ্ঠ ছন্দময়। অনেক প্রচারণার মাঝে তার প্রচারের ছন্দ এলাকার মানুষ শুনছেন ধৈর্য্য সহকারে। ভোটের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে এমন কাজের নাগালে ছেড়েছেন ভিক্ষাবৃত্তি। প্রচারযন্ত্র হাতে চষে বে[ড়াচ্ছেন নীলফামারীর জলঢাকা পৌর এলাকা। এতে যে আয় তাতে ভিক্ষাবৃত্তির চেয়েও সংসার ভালো চলছে বলে জানায় সে।
বৃহস্পতিবার দুপুর দুইটার পর জলঢাকা পৌরসভায় গিয়ে মমিনূর রহমানকে পথে দেখা গেছে মাইকিং এর কাজে। ব্যাটরী চালিত ইজিবাইকে চেপে কথার ছন্দ ছড়িয়ে বেড়াচ্ছিলেন পৌর শহর। তার চন্দের কণ্ঠ আগ্রহ সহকারে শুনছিলেন অনেকে। এসময় কথা হয় ওই মমিনূর রহমানের সাথে। তিনি বলেন,‘মুই জম্মান্ধ। শহরের বাসস্টান্ডে হাটি হাটি ভিক্ষা করো। নির্বাচন আসিলে মাইকিং করো। কামাই হয় আড়াই, তিনশ টাকা। ওই কামাই দিয়া মোর সংসার ভালো চলে।’ তিনি জানান, পরিবারে স্ত্রী. দুই ছেলে, তিন মেয়ে রয়েছে। এর মধ্যে বড় মেয়ে পঞ্চম শ্রেণী, এক ছেলে তৃতীয় শ্রেণী এবং আরেক মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অপর এক মেয়ে এবং এক ছেলে স্কুলে  পাঠানোর বয়স হয়নি। পরিবারের একমাত্র উর্পাজনক্ষ ব্যক্তি তিনি। ভিক্ষাবৃত্তির পেশায় যা আসে তাই দিয়ে কোনভাবে চলে তার সংসার। ভিক্ষাবৃত্তির পেশাটি তার কাছে অপছন্দের কিন্তু নিরুপায় হয়ে রয়েছেন সে পেশায়। এব্যাপারে তিনি বলেন,‘মোক বছরভরা কাহো কাজ দিলে, কাজ করিম। তাতে যা আয় হবে সেইটা মোর জন্য অনেক ভালো।’ ছোখে না দেখে এবং লেখাপড়া না জেনে কিভাবে এ কাজ করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘একবার কিছু শুনিলে মোর খেয়াল থাকে। মাইকিং করার আগোত মুই শুনি নেও।’
মমিনূর বহনের ইজি বাইকের চালক বাবুল হোসেন (৩৫) বলেন,‘মমিনূর একবার কোন কথা শুনলেই মনে রাখতে পারেন। একারণে কোন লেখা হাতে  না দিলেও সুন্দরভাবে গুছিয়ে এবং ছন্দ মিলিয়ে ভোট প্রার্থণা করতে পারেন। তার ওই ছন্দের কারণে প্রার্থীরা পছন্দ করেন তাকে। আবার ভোটাররা তার মাইকিং শোনার জন্য অধীর আগ্রহে থাকেন।’
এলাকার ভোটার ইলিয়াছ হোনের বলেন,‘ভোটের সময়ে বিভিন্ন মাইকের শব্দে কান ঝালাপালা হয়। অনেকের কণ্ঠ শুনতে ইচ্ছা করেনা, কিন্তু মমিনূরের মাইকিং শুণে কখনও বিরক্তি আসে না।’

পুরোনো সংবাদ

নীলফামারী 1622013454160700793

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item