ইভটিজিং করায় কোচিং সেন্টারের পরিচালকের ৬ মাসের কারাদন্ড

মর্তুজা ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকায় এক চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে নুর আলম লাল মিয়া (৩২) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জানা যায় রবিবার দুপুরে পৌর শহরের ৬নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া অবস্থিত নুর লার্নিং কোচিং সেন্টারের পরিচালক নুর আলম লাল এ ঘটনা ঘটায়। সুত্র জানায় উক্ত কোচিং সেন্টারে পড়েন পার্শ্ববর্তী কাজিরহাট পান্থাপাড়া গ্রামের মোবারক হোসেনের চতুর্থ শ্রেনীর পড়–য়া ছাত্রী কনা (১০) ছদ্য নাম প্রতিদিনের ন্যায় গত ১২ ই ডিসেম্বর বিকেলে উক্ত কোচিং সেন্টারে পড়তে আসেন এবং কোচিং শেষে অন্যান্য ছাত্রীরা চলে গেলে কনাকে থাকতে বলেন কোচিং পরিচালক লালমিয়া। এবং তার সঙ্গে যৌন হয়রানী করার চেষ্টা অব্যহত রাখেন। তৎখানিক মেয়েটি ছুটে বাড়িতে গিয়ে বাবা মাকে বিষয়টি অবগত করলে তার অভিভাক থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এবং তৎখানিক থানা পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 3871416020763711651

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item