১৯৭১ সালে ডোমার গোমনাতীতে শত্র“মুক্ত করতে যাঁরা প্রাণ দিল।

অবলোকন সংবাদঃ

নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধারা পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে শত্র“ মুক্ত করেছিল গোমনাতীর মাটিকে। দীর্ঘ ৯ মাসের লড়াইয়ের সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন সাবেক প্রতিমন্ত্রী তৎকালীন তাজউদ্দিন সরকারের বিশেষ দুত মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জননেতা বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম চৌধুরী , বীরমুক্তিযোদ্ধা কুনু (পোষ্ট মাস্টার , বীরমুক্তিযোদ্ধা শফির উদ্দিন, প্রত্যদর্শী আছর উদ্দিন (আমিন) প্রতিবেদক কে বলেন, যাঁদের হৃদয়ে তপ্ত রক্তে রঞ্জিত হয়েছে এ দেশের মাটি ও পতাকা। তারা দেশের এ অঞ্চলের এমন কজন শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
সেদিন যারা প্রাণ দিলঃ
০১। শহীদ হবিবর রহমনা চৌধুরী, পেশা: প্রধান শিক্ষক, রামনীলা ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয়।
০২। শহীদ মোশারফ হোসেন চৌধুরী, পেশা: প্রধান শিক্ষক, ডিমলা আর.বি.আর উচ্চ বিদ্যালয়।
০৩। শহীদ নূরনবী চৌধুরী রাজা, পেশা: সহকারী শিক্ষক, গোমনাতী উচ্চ বিদ্যালয়।
০৪। শহীদ জয়নুদ্দীন দাইজু , পেশা: কৃষক।
০৫। শহীদ লূৎফর রহমান, পেশা: দিন মুজুর।
০৬। শহীদ বড়বুড়া , পেশা: কৃষক।
০৭। শহীদ ছোটবুড়া , পেশা: কৃষক।
০৮। শহীদ থউল্লু মামুদ, পেশা: কৃষক।
০৯। শহীদ আছর উদ্দিন, পেশা: কৃষক।
১০। শহীদ কুদরত আলী, পেশা: কৃষক।

পুরোনো সংবাদ

নীলফামারী 1239020759344063309

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item