জলঢাকা ও সৈয়দপুরে যারা কাউন্সিলার নির্বাচিত হলেন

ইনজামাম-উল-হক নির্ণয়॥
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে জলঢাকা ও সৈয়দপুরে যারা সংরক্ষিত নারী আসনে এবং সাধারন কাউন্সিলার পদে বেসরকারি ফলাফলে যারা নির্বাচিত হলেন তাদের নামের তালিকা নি¤েœ তুলে ধরা হলো। এর মধ্যে  সৈয়দপুরে ৪টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত থাকায় তিনটি ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
   জলঢাকায় সংরক্ষিত নারী আসনঃ-  ১,২,৩ নম্বর ওয়ার্ডে কাচি প্রতীকের আফরোজা বেগম, ৩,৪,৫ নম্বর ওয়ার্ডে কাচি প্রতীকের সুমনা চৌধুরী, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে আঙ্গুর প্রতীকের মাজেদা বেগম।
জলঢাকা সাধারন কাউন্সিলঃ   ১ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্ব প্রতীকের আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকের শ্রী বিশ্বনাথ,৩ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকের রুহুল আমীন, ৪ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্ব প্রতীকের জিয়াউর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের উটপাখী প্রতীকের ফজলুল হক, ৬ নম্বর ওয়ার্ডের টেবিলল্যাম্ব প্রতীকের ফজলুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকের রহমত আলী, ৮ নম্বর ওয়ার্ডের টেবিলল্যাম্ব প্রতীকের রনজিত কুমারা রায় ও ৯ নম্বর ওয়ার্ডের টেবিল ল্যাম্ব প্রতীকের মহসিন আলী।
 সৈয়দপুরঃ- এই পৌরসভায় ১৫টি ওয়ার্ড রয়েছে। চারটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় ৫টি সংরক্ষিত নারী আসনের মধ্যে তিনটির ফলাফল বেসরকারিভাবে ঘোষনা করা হয়। নির্বাচিতরা হলেন কনিকা রানী সরকার প্রতীক আঙ্গুর (৭, ৮, ৯),  মিনারা বেগম প্রতীক কাচি (১০, ১১, ১২) এবং  জোসনা বেগম প্রতীক চকলেট (১৩, ১৪, ১৫)।
সৈয়দপুরের সাধারন কাউন্সিলঃ  চারটি ভোট কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত থাকায় ২,৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষিত হয়নি। ১ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকের মো. শাহিন হোসেন ৫ নম্বর ওয়ার্ডের শেখ মোহন প্রতীক টেবিল লাম্ব ,৬ নম্বর ওয়ার্ডের  শাহিনুর ইসলাম মিঠু প্রতীক ডালিম,৭ নম্বর ওয়ার্ডের মো. শাহিন আকতার প্রতীক গাজর, ৮ নম্বর ওয়ার্ডের  আল মামুন সরকার প্রতীক পানির বোতল, ৯ নম্বর ওয়ার্ডের মো. আজগার আলী প্রতীক পানির বোতল, ১০ নম্বর ওয়ার্ডের কাজী মনোয়ার হোসেন (হায়দার) প্রতীক ডালিম, ১১ নম্বর ওয়ার্ডের এরশাদ হোসেন পাপ্পু প্রতীক পাঞ্জাবী, ১২ নম্বর ওয়ার্ডে  আব্দুল খালেক সাবু প্রতীক গাজর, ১৩ নম্বর ওয়ার্ডে সৈয়দ মঞ্জুর আলম প্রতীক ডালিম, ১৪ নম্বর ওয়ার্ডে  আবিদ হোসেন (লাড্ডান) প্রতীক পাঞ্জাবী এবং ১৫ নম্বর ওয়ার্ডে  তারিক আজিজ প্রতীক পাঞ্জাবী ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 693269445640809593

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item