সৈয়দপুরে প্রার্থীদের নিয়ে প্রশাসনের মত বিনিময় সভা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২১ ডিসেম্বর॥
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন ২০১৫ উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত-বিনিময় সভা আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ৪ জন মেয়র প্রার্থীসহ ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১৫টি ওয়াডের ৭৪ জন সাধারণ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এসময় সূচনা বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার জিলহাস উদ্দিন, সহকারী রিটার্নিং অফিসার নুর নাহার বেগম প্রমূখ। এছাড়া উপস্থিত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ নুরুল হুদা, আওয়ামীলীগের মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, বিএনপি’র মেয়র প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সভায় অনুপস্থিত থাকায় তার পক্ষে  প্রতিনিধি সৈয়দপুর বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার। প্রতিদ্বন্দি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহিন হোসেন, মোস্তাফিজুর রহমান মুন্না, রওশন মাহানামা, জিয়াউল হক জিয়া,  জোবায়দুল ইসলাম মিন্টু, আখতার হোসেন ফেকু, মোশারফ হোসেন, এরশাদ হোসেন পাপ্পু, সরকার কবির উদ্দিন ইউনুস, আবিদ হোসেন লাড্ডা, গোলাম সারোয়ার, তারিক আজিজ প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি বলেন- প্রাথীদের মধ্যে যে কেউ যতবড়ই মতাবান হন না কেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন কিংবা শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6714504328819882416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item