ইবিতে বিজয় দিবস পালিত

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
পরে ভিসির নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বিজয় র‌্যালী বের হয়। র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসের মুক্ত বাংলায় এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, গ্রীন ফোরাম, জিয়া পরিষদ, সাংবাদিক সমিতি, প্রেস কাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ বিজয় দিবস উপলক্ষে মুক্ত বাংলায় পুস্পস্তাপক অর্পণ করেন।

এছাড়া শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন হলসমূহের মধ্যে ভলি বল ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এ খেলার উদ্বোধন করেন।


পুরোনো সংবাদ

আয়োজন-উদযাপন 3311546816748124701

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item