ডোমারে মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।  ১০ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ ভবন হতে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় রাউতা পশ্চিম চিলাই পাড়া গ্রামে নারী উদ্দোক্তা মিনা বেগমের বাড়ীর উঠানে এক আলোচনা সভায় মিলিত হয়। আইনজীবী সমিতির মাল্টি ডিসিপ্লিনারী গ্রুপের সদস্য তানজীনা বেগমের সভাপতিত্বে অবহেলীত নারীদের নিয়ে মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুশ্রম, যৌতুক, দাম্পত্য কলহ সহ সুবিধা বঞ্চিত নির্যাতিত নারীদের আইনগত সহায়তা বিষয়ে আলোচনা করেন ডোমার সদর ও হরিণচড়া ইউনিয়নের আইন সহায়তা ও সালিশ কেন্দ্রের ইউনিয়ন সলিসিটর মুবিনা নুজহাত চৌধুরী বর্ষা। এসময় এলাকার ৪০ জন নারী অশং গ্রহন করে। উল্যেখ্য একই দিনে বিকাল ২ঘটিকায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সনাতন রায়, শিক্ষিকা রহিমা খাতুন, রেহানা পারভীন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তাগণ সুবিধা বঞ্চিত নির্যাতিত নারীদের আইনগত সহায়তা প্রদানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি প্রতিশ্রুতি প্রদান করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 9098492729444823771

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item