ডোমারে বিদ্যালয়ের ভাঙ্গা শ্রেনী কে ঝুকিপূর্ণ অবস্থায় চলছে শিশুদের পাঠদান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ভাঙ্গা শ্রেনী কে ঝুকিপূর্ণ অবস্থায় চলছে শিশুদের পাঠদান কার্যক্রম। এতে দির্ঘদিন শীত,বর্ষা ও গরমের দিনে খোলা আকাশের নিচে কাস করায় অসুস্থ্য হয়ে শিশুরা স্কুল বিমূখ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৫০নং মধ্য বোড়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩শত জন ছাত্র/ছাত্রী। তাদের মধ্যে প্রাক-প্রাথমিক শ্রেনীর প্রায় অর্ধশত ছাত্র/ছাত্রী খোলা আকাশের নিচে প্রায় কাস করাতে হয়।  শতবর্ষ পুরাতন এই বিদ্যালয়টিতে মোট টিনসেড ও পাকা ভবন মিলে শ্রেনী ক আছে মাত্র ৫টি। এতো ছাত্র/ছাত্রীর জন্য নগন্য সংখ্যক শ্রেনী ক দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশীম খেতে হচ্ছে শিকদের। বিশেষ নতুন ভবনে জায়গা না হওয়ায় ভাঙ্গা টিনসেট ভবনে ৩টি রুমের মধ্যে ২টি রুমের ছাদ ও টিন ভেঙ্গে পড়ে থাকায় ১টি রুমে কাশ করতে হয় অনেক ভয়ভীতির মধ্যে। যেকোন মুহুর্ত্তে  বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। এবিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক আলম তারেক বলেন, ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টিতে সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী ক বাড়েনি। তাই বাধ্য হয়ে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হয়। ম্যানেজিং কমিটির সভাপতি জগবন্ধু রায়  জানান, শ্রেনী করে পাশাপাশি বিদ্যালয়ে শিা উপকরণ রাখার জায়গা নেই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপকে জানিয়েও কোন ফল হয়নি। কয়েকদিন আগে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা ও শিক্ষা অফিসার মনছুর আলী বিদ্যালয় পরিদর্শনে এসে ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শীত, গ্রীস্ম, বর্ষায় খোলা আকাশের নিচে শিশুদের কাস করে অসুস্থ হয়ে পড়ছে। এলাকাবাসী কর্তৃপরে নিকট বিদ্যালয়টির সমস্যা গুলি আশু সমাধানের জোর দাবী জানাচ্ছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4942437810026711176

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item