শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি অদম্য আরিফুলকে

আনিছুর রহমান মনিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি আরিফুলকে। তার ইচ্ছা শক্তি এতই প্রবল যে, শত অভাব অনটনে ও শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও লেখাপড়া শিখে সরকারী চাকুরী করে অন্যান্য প্রতিবন্ধীদের জন্য কাজ করার অঙ্গিকার এই কিশোরের।
ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম জন্মের পর থেকেই শারিরীক প্রতিবন্ধী, সে হাটতে ও চলতে পারে না। পাঁ দুটিই অচল। দুটি হাতের মধ্যে একটি হাত মাত্র সচল রয়েছে। সার্বক্ষনিক হুইল চেয়ারে বসে চলাচফেরা করে এবং স্কুলে যায়। জন্মের ৩ মাসের মাথায় তাকে ও তার মা আলেফা বেগমকে ছেড়ে নতুন বিয়ে করে ঘড় সংসার শুরু করে বেলাল হোসেন। কিছুদিন পর আলেফা বেগমকে তালাক দিয়ে বাড়ী থেকে বের করে দেন। এর পর থেকে আশ্রয় জুটে আরিফুলের মামা পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ইউপি সদস্য সামছুল হকের বাড়ীতে।তারই একটি ঘড়ে মা ও ছেলের বসবাস। শিশুকাল থেকে তার মা মানুষের বাড়ীতে ঝিয়ের কাজ করে তাকে লালন পালন করে বড় করে তুলে। তার চাপেই আরিফুলকে স্কুলে ভর্তি করে দেন তার মা। বর্তমানে আরিফুল দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। আরিফুল এ প্রতিবেদককে জানায়, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিমাসে ৪শত ৫০পঞ্চাশ টাকা করে শিক্ষা ভাতা পাই। এত অল্প টাকায় তার কিছুই হয়না। এ ছাড়া আর কোন সরকারী সহায়তা পাই না। বর্তমানে বড় সমস্যা হলো তার থাকার কোন ঘড় নেই। ছোট থেকেই অন্যের ঘড়ে থাকলেও ধীরে ধীরে সে বড় হচ্ছে তাই মা ও ছেলের জন্য এ ঘড় তার অতিব প্রয়োজন। এ সময় আরিফুল একটি ব্যাটারী চালিত অটো রিক্সায় চলাচল করছিল।মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তাকে এই অটোরিক্সা প্রদান করেন।  ব্যাটারী চালিত অটোরিক্সা পেয়ে আরিফুল খুবই খুশি। ইতিপূর্বে সে স্থানীয় এমপির কাছে লিখিত আবেদন  করেও কোন সহায়তা পায়নি বলে বলে জানায়। তার ইচ্ছা লেখাপড়া শিখে সরকারী চাকুরী করে প্রতিবন্ধী ভাই-বোনদেন জন্য সেবা করার পাশাপাশি তার মায়ের মূখে হাসি ফোটানো। কিন্তু এতদুর যেতে তার অনেক অর্থের প্রয়োজন তাই সে “ইত্যাদি” অনুষ্ঠানের মাধ্যমে অবস্থা পরিবর্তনের জন্য সরকার প্রধানের দৃষ্টি আকর্শন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2200140895801343858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item