শীতের রাতে গা গরমের ব্যাটমিন্টন খেলা

রমজান আলী,ইউনিয়ন প্রতিনিধি.গোমনাতী,ডোমার ঃডোমারের গোমনাতীতে জমে উঠেছে ব্যাট মিন্টন খেলা । শীতের এই  মৌসুমে রাতের আধাঁরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে অল্প বয়স থেকে শুরু করে অর্ধ বয়স্ক সকল পেশার মানুষ খেলছে এই খেলা । রাতে খেলতে বেশ মজা এই ব্যাট মিন্টন খেলা । এই খেলা এখন হাটের খোলা স্থানে,রাস্তার পাশে,স্কুলের মাঠে,অনাবাদি জমিতে,বাড়ির আশে পাশে সহ বাড়ীর আঙ্গিনায় ও বেশ জমজমাট ভাবে চলছে  । বয়স্করা কেন বেশী আগ্রহী কিশেরদের থেকে এই প্রশ্ন করেছিলাম আমবাড়ীর আলী মিয়াকে।তিনি উত্তরে বলেন রাতে কাজের চাপ কম থাকায় তাছাড়া শরীরের মেদ কমাতে,কেউ কেউ ডায়াবেটিকস্ ঠেকাতে বা এড়াতে রাতে এই খেলা খেলে ।তাছাড়া তিনি আরও বলেন খেলা ধূলা স্বাস্থের জন্য বেশ ভালো ।আর এখন শীতকাল তাই রাত অনেকটা বড় । আর এই জন্যই ছেলেরা রাতে একটু খেলে থাকে । অন্যান্ন খেলা রাতের জন্য সুবিধা জনক না হওয়ায় ব্যাট মিন্টনকে বেছে নিয়েছে সকলে ।আসলেই তাই আজ আর শহরে নয় গ্যামেও প্রকট আকাড় ধারণ করেছে এই খেলা, তাই শহরের মত ব্যস্ত সময় পার করছে গ্রামের নানান পেশা মানুষেরা ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7689042240610758752

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item