ডোমারে বন বিভাগের সুবিধাভোগীদের লভ্যাংশের চেক বিতরন

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টার॥
নীলফামারীর ডোমার উপজেলায় বন বিভাগের ২৫ জন সুবিধাভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডোমার বন বিভাগ রেঞ্জের অধীনে বাঁশ বাগানের  বিক্রয়লব্ধ লভ্যাংশ বন্টনের চেক বিতরন অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা  সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে ডোমার রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসললাম চৌধুরী, সদর বিট সভাপতি আজগার আলী, গোমনাতি বিট সভাপতি রবিউল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শেষে ২৫টি জন সুবিধাভোগীর মাঝে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, ২০০১-২০০২ ইং সালের সামাজিক বন বিভাগ রংপুরের আওতায় ডোমার রেঞ্জের অধীনে ডোমার সদর বিট, গোমনাতি বিট ও সুন্দরখাতা বিটে ২৯ হেক্টর জমিতে ২৬ জন সুবিধাভোগীর বাঁশের চারা রোপন করেছিল।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7592527938019940883

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item