ডোমার মির্জাগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান।

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>-

নীলফামারীর ডোমার মির্জাগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। ২৭ডিসেম্বর রবিবার সন্ধ্যায় মিরজাগঞ্জ কলেজ মাঠে ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাহফিলের উদ্বোধন ঘোষনা করেন। মিরজাগঞ্জ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যেগে মরহুম দাতা সদস্যগণের রুহেুর মাগফেরাত কামনায় ১৪তম বার্ষিক মাহফিলে সাবেক শিক আব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, জমিদাতা ও  সাবেক টেপ্রিগঞ্জ ইউপি চেয়ারম্যান আজিজুল হক সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওঃ মজিবুল হক ফরায়েজী, ঢাকা। বিশেষ বক্তা হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, খতিব বায়তুল আমান জামে মসজিদ ডোমার, হযরত মাওঃ জিল্লুর রহমান, আরবী শিক্ষক নিমোজখানা উচ্চ বিদ্যালয়, হযরত মাওঃ মোসলেহ উদ্দিন শাহ্ অধ্য, ডোমার আইডিয়াল একাডেমী। উক্ত মাদ্রাসা ও এতিম খানায় মোট ছ্ত্রা সংখ্যা ৬০ জন, হাফেজ আব্দুল ওয়াজেদ ও গোালাম রাব্বানি শিক হিসাবে বিগত ১৫ বছর যাবত খেদমত করে আসছে। ছাত্রদের চাপ সামলাতে না পেরে মাঝে মধ্যে হাফেজ আশরাফ আলী ও আতিয়ার রহমান সহযোগিতা করেন। সল্পআয়ে বর্তমানে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। আগামীতে সরকারী ও জনপ্রতিনিধিদের  সহযোগীতা পেলে এরচেয়েও আরো বড় ধরনের পদপে নিতে পারবে বলে আশা করেন কর্তৃপ। পরে উক্ত মাদ্রাসার ৪ জন হাফেজ ছাত্রকে পাগড়ী টুপি প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 4563723472142604278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item