ডিমলায় খ্রীষ্টান ধর্মালম্বীদের বড় দিন পালন।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
ডিমলা ব্যাপক আনন্দ উদ্দিপনার মধ্যে দিয়ে এই প্রথম ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের পশ্চিম শালহাটী গ্রামের তালিথা কুমী চার্যে খ্রীষ্টায় ধর্মালম্বীরা শুক্রবার বিভিন্ন কর্ম সূচীতে বড় দিন উৎব পালন করেন। অপর দিকে ডিমলা পচারহাট গ্রামের হোফ অফ লাইফ চার্যে যথাযথ ধর্মীয় মর্যাদয় শুভ বড় দিন পালন করা হয়। তালিথা কুমী চার্যে চলমান অনুষ্ঠানটি পরিদর্শন কতেন ডিমলা থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ ও তার টিম।
পাশ্ববর্তি হোফ অফ লাইফ চার্য পরির্দশন করেন উপ-পরিদর্শক রফিক। তালিথা কুমী চার্যে শিক্ষক বিপুল রায় ও হোফ অফ লাইফের সুনিল রায় (পালক), সবুজ রায় (পালক), বীভুতি রায় (পালক), শ্যামল রায় (পালক), রনজিৎ রায় (সহপালক), মুকুল ঋষি মন্ডলি (পালক) প্রতিবেদকে বলেন ডিমলা উপজেলায় মোট ১৬টি মন্ডলি, পরিবার সংখ্যা ৩৭৮, জন সংখ্যা প্রায় ১৮৭৬ জন সূত্র আরো জানায় শুক্রবার রাত ১২টায় কেক কেটে  অনুষ্ঠানের প্রথম পর্যায়ের শুভ সূচনা শুরু করা হয় এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায় প্রভূ যিশুর নিকট প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনা করেন। প্রার্থনা শেষে খ্রীষ্ট সম্প্রদায়ের মধ্যে খাদ্য পরিবেশন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1478633135990673217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item