ডিমলায় বিপিএলকে ঘিরে জমজমাট জুয়া


জয়নাল আবেদিন,গয়াবাড়ি,ডিমলা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হয়েছে। আর এ লীগের উত্তেজনা শুরু হয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর সহ কয়েক টি ইউনিয়নে, ডিমলা সদর,গয়াবাড়ী,টেপাখড়িবাড়ী,নাউতারা,খালিশা চাপানি,ছাতনাই কলোনি,এই কয়েকটি ইউনিয়নে টেলিভিশনের সামনে বসে হাজার হাজার ক্রিকেট জুয়ারী এ খেলায় মগ্ন হয়ে পড়েছে।বড় ব্যবসায়ী থেকে শুরু করে তরুন-কিশোরসহ সব বয়সী মানুষ জড়িয়ে পড়ছে জুয়ার সাথে।শুটিবাড়ী মার্কেট,পাড়া-মহল্লায় অভিনব কায়দায় চলছে জমজমাট জুয়ার আসর। আগে ব্যবহৃত হতো তাস সহ বিভিন্ন উপকরন। কিন্ত এখন মুখের বাজিতে হাজার হাজার এমনকি লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেকে।এই জুয়ার আসর বসছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। বর্তমানে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। বিপিএলকে ঘিরে তরুন কিশোরদের পাশাপাশি বয়স্করাও জড়িয়ে পড়ছে এই জুয়ার সাথে।আলোচিত এই দামী লীগকে ঘিওে জুয়ারীরা তৎপর হলেও এর প্রভাব পড়বে বছরের অন্যান্য সময়ে একদিনের কিংবা টি-২০ ম্যাচেও। বাজী ধরা হচ্ছে, ম্যাচের কোন একটি দলের জয়ী হওয়া,প্রতি বলে ছক্কা, চার, উইকেট নেওয়াকে কেন্দ্র করে। এছাড়াও কোন ওভারে কত রান হবে, কত উইকেট পড়বে, শেষ বলে কত রান হবে, টসে কোন দল জিতবে, কোন খেলোয়াড় বেশী রান করবে, কে বেশি উইকেট পাবে, এমন নানা বিষয়ে। বাজিরপরিমান ১শ’ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। এতে সর্বশান্ত হচ্ছে শহরের অনেক নিম্ন আয়ের মানুষ।উদ্বেগজনক হারে এ জুয়া ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন সমাজ।উঠতি বয়সের যুবকেরা জুয়ার টাকা জোগার করতে ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।এইসব জুয়া বন্ধে কার্যকর পদপে নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন  মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 1077019887196244054

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item