ডিমলায় নতুন ভুখন্ডে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
সদ্য বাংলাদেশ হওয়া ২৮ নং বড় খানকি বাড়ী অধুনালুপ্ত ছিট মহল নাগরিক কমিটির উদ্যেগে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া কুমলাই নদী। যার পশ্চিম প্রান্তে বাংলার মাটি পূর্ব প্রান্তে ভারত ছিটমহল। চলতি বছরে ৩১শে জুলাই/২০১৫ ইং তারিখে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় হওয়া ২৮ নং বড় খানকি বাড়ী অধুনালুপ্ত ছিটমহলে বসবাস রত লোকজনের যাতায়াত এবং তাদের সন্তানদের পড়া-লেখার সুবিধার্থে কুমলাই নদীর বাঁধটি অত্যন্ত গুরুপ্তপূর্ণ। এলাকাবাসী লেবু মিয়া, স্বপন মিয়া, আনিছুর আলী সহ অনেকেই বলেন বাংলাদেশের নব্য নাগরিকদের সার্বিক সহযোগিতায় এবং কমিটির সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে আমরা স্বেচ্ছায় এই বাঁধ নির্মাণ করছি, বাঁধটি দৈঘ্য প্রায় ৩২ ফুট। এব্যাপারে ফরহাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন এই ছিটমহর বাসীর জন্য আমার নিজ তহবিল হতে ২৮ নং বড় খানকি বাড়ী অধুনালুপ্ত সদ্য নামকরণ শান্তিনগর জামে মসজিদ নিমার্ণ করেছি এবং এই অঞ্চলের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য স্থানীয় প্রতিনিধি ও উদ্ধতন কর্মকর্তাদের সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি।  

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5290631608708278618

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item