দেবীগঞ্জ করতোয়া সমবায় চা বাগান উদ্বোধন ও বিনোদন কেন্দ্র এবং ডেইরি ফ্রার্ম এর ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের  দেবীগঞ্জ উপজেলায় কৃষি অর্থনীতির নতুন দুয়ার উম্মোচিত হলো। সেই সঙ্গে সূচিত হলো কর্মসংস্থানের অপার সম্ভাবনা।
শনিবার সকাল সাড়ে ৮টার সময় দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরের পাশ্বে করতোয়া সমবায় চা বাগান উদ্বোধন এবং সেই সঙ্গে করতোয়া সমবায় বিনোদন কেন্দ্র ও করতোয়া সমবায় ডেইরি ফ্রার্ম এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ মফিজুল ইসলাম।
করতোয়া বহুমূখী সমবায় সমিতির সভাপতি কাজীমুদ্দিন এর সভাপতিত্বে আশেকুর রহমান লাবুর সঞ্চলনায়  প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন প্রকৃতিক অপরূপ মনোরম পরিবেশ করতোয়া নদীর পাড়ে বিনোদন কেন্দ্র এমন ভাবে নির্মাণ করতে হবে যা ভ্রমন পিপাসুকে আনন্দ দিবে। তিনি আর বলেন করতোয়া সমবায় সমিতিকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো বক্তব্য দেন বিশেষ অতিথি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জেলা সমবায় অফিসার মোঃ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন করতোয় বহুমূখী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4119656668645020693

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item