চিলাহাটি-হলদীবাড়ী সীমান্ত দিয়ে ২য় দফায় ১৪৭ জন ভারতে গমন

এ.আই পলাশ ঃ
যেতে খারাপ লাগছে তবু ব্যক্তিগত কারণে যাচ্ছি। বাংলাদেশে তেমন কোন সুযোগ সুবিধা পাচ্ছি না। লেখাপড়া শিখে ঘুষ দিয়ে চাকুরি পেতে হয়, সেটা ভারতে নেই। ভারতের নাগরিকত্ব গ্রহনকারী সদ্য বিলুপ্ত ২নং কোটভাজনী ছিটমহলের বাসিন্দা ভারতে প্রবেশের মূখে এমন কথাগুলো বলেন,ডোমার উপজেলাধীন মিরজাগঞ্জ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সনাতন রায় (১৮)। অবলুপ্ত ছিট মহলগুলোর আগ্রহী নাগরিকদের ভারতে যাওয়ার দ্বিতীয় দফার প্রক্রিয়া শেষ করে ভারতের প্রশাসনের নিকট হস্তান্তর করে নীলফামারী জেলা প্রশাসন। এতে উপস্থিত থাকেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. রাজ্জাক বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, ডোমার থানা ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, রাজস্ব কর্মকর্তা সমীর রঞ্জন মিস্ত্রি, সুজন, ইলিয়াস আলী, চিলাহাটি আইসি থানা ইনচার্জ মনসুর আলী। ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের, ৫৬ বিজিবি’র চিলাহাটি কোম্পানী কমান্ডার  ওহাব, ভারতের পক্ষে উক্ত নাগরিকদেরকে গ্রগণ করেন কোচবিহার জেলা এডিএম আয়শা রানী, এসডিএম রঞ্জন ঝাঁ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ফাষ্ট সেক্রেটারি রনাকান্ত গুপ্তা। তাদেরকে  উপজেলার চিলাহাটি-হলদীবাড়ী অস্থায়ী চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়। সোমবার ২৩ নভেম্বর দুপুর ২.০০টায় পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার ২নং কোটভাজনী ছিটমহলের ২৭টি পরিবারের ১৪২জন সদস্য এবং ৩নং বালাপাড়া খাগড়াবাড়ী ছিটমহলের ১টি পরিবারের ৫জন সদস্যসহ মোট ১৪৭জন সদস্য ভারতে স্থায়ীভাবে থাকার জন্য ভারতের নাগরিকতা গ্রহণ করে সে দেশে গমন করে। এতে পুরুষ সদস্য ৭১জন এবং মহিলা সদস্য ৭৮জন উপস্থিত ছিলেন। এতে বহনকারী ৪টি যাত্রীবাহী বাস ও ৭টি মালবাহী ট্রাক ভারতে প্রবেশ করে। এরপূর্বে সকাল ১০.০০টায় তাদেরকে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জড়ো করে পরিচয়পত্রসহ ডাটা-দস্তাবেজ পূরণ করে বাংলাদেশী প্রশাসন। প্রথম দফায় ভারতের নাগরিকতা গ্রহণকারী  ১৬টি পরিবারের মধ্যে শিশুসহ মোট ৫৫জন সদস্য ভারতে গমন করার কথা থাকলেও ১টি পরিবারের ৭জন সদস্য বাদ পড়ায় ১৫টি পরিবারের ৪৮জন সদস্য ভারতে গমন করে। নীলফামারী জেলা প্রসাশন ভারতীয় হলদীবাড়ী জেলা প্রসাশনের হাতে মালপত্রসহ তাদেরকে হস্তান্তর করে।
 পঞ্চগড় জেলাধীন অবলুপ্ত ৩৬টি ছিটমহলের মধ্যে ১১টি ছিটমহলের ৯৯টি পরিবারের ৪৮৭জন সদস্য ভারতে গমন করবে।


পুরোনো সংবাদ

নীলফামারী 1949233074488334723

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item