সৈয়দপুরে অসহায় শিশুদের মাঝে শীতকালিন কীট্স ও উপকরণ বিতরণ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৯ নবেম্বর॥
অভাবী ও গরীব শিক্ষার্থীদের  মাঝে সোমবার সকালে (৯ নবেম্বর) শীতকালিন স্লীপিং কীট্স ও শিা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারী কাব ঢাকার সহযোগীতায়  রোটারী কাব সৈয়দপুরের উদ্যোগে এসব মূল্যবান সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ছয় শতাধিক শিার্থীকে বালিশ, মশারী, কম্বল, টি শার্ট, স্কুল ব্যাগ, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ফুল শার্ট, বেডশিট, একজোড়া স্যান্ডেলসহ ১৬টি আইটেমের সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাইকেল ফোষ্টারের নেতৃত্বে কেনাডা থেকে আগত ৭ জন বিদেশী ভলেন্টিয়ার এসব বিতরনে সহযোগীতা করেন।নীলফামারীর সৈয়দপুর শহরের জিআরপি পুলিশ কাব চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার  মারুফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চু বিশেষজ্ঞ ও রোটারী কাব সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব শরীফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কোষাধ্য ডা. এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান আলহাজ্ব তসলিম উদ্দিন প্রমুখ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7582514651519947149

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item