গত বছরের ধকল কাটতে আলু রোপনে ব্যস্ত কৃষকরা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ গত বছরের ধকল থেকে কুলে উঠতে রংপুরের পাগলাপীরেক্ষ ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা এখন জমিতে আলু রোপনে ব্যস্ত হয়ে পড়ছেন। তবে ফসলি জমিতে পুরো পুরি আলু রোপনে আরো মাস খানেক সময় লাগবে। ইতি মধ্যে অঞ্চলের কৃষকরা বাড়ী সংলগ্ন ও উচ্চু ভিটে ডাঙ্গা জমিতে ঢাকাইয়া সাদা আগাম জাতের আলু রোপন করেছেন এবং এই সব জাতের আলুর গাছ এক থেকে ডের ইঞ্চি পর্যন্ত গাজিয়েছে। তবে কাটিনাল, ঝাউ, বগুড়াইসহ নানা জাতের আলু রোপনে আমন কাটা মাড়াই পর্যন্ত অপো করতে হবে কৃষকদের। কেননা এই সব ফসলি জমিতে এখন রয়েছে আমন ক্ষেত। জানাগেছে কৃষি নির্ভরশীল এলাকা এই পাগলাপীর অঞ্চলটি। গত বছর এ অঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দূর্যোগ সহ নানা প্রতিকুলতা মোকাবেলা করে চড়া দামে সার, বীজ, সেচ,মজুরি সংগ্রহ করে জমিতে আলুর বাম্পার ফলন ফলালেও বিক্রির সময় ন্যয দাম না পাওয়ায় দেনায় জর্জরিত হয়ে পড়ে কৃষকরা। কিন্তু এ বছরে অঞ্চলের কৃষকরা বুক ভরা আশা নিয়ে সেই গত বছরের ধকল কাটিয়ে উঠতে তারা নবো উদ্যমে সর্বশক্তি প্রয়োগ করে জমিতে রোপন করছেন আলু।

পুরোনো সংবাদ

রংপুর 8946372701740121408

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item