মহানগর ছাএলীগের নেতা রফিকুলের তান্ডব রংপুরে ঘাঘটপাড়ায় জমি-জমার জের ধরে বাড়িতে সকালে ভাংচুর ॥ হামলা, লুটপাট: আহত ৪

হাজী মারুফ

রংপুর মহানগরীর মডার্ন মোড় সংলগ্ন ঘাঘটপাড়ায় আব্দুস সাত্তার প্রামানিকের বাড়িতে গতকাল সোমবার সকালে এবং সন্ধ্যায় পর পর দু’বার ককটেল ফাটিয়ে হামলা চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধ হাজী হাসান আলী (৭৫), আব্দুর রাজ্জাক (৪০), আঙ্গুর মিয়া (২৩) ও নাবালক জয় গুরুতর আহত হয়। এসময় বাড়ির মালিক আব্দুর সাত্তার ও ছেলে শাহীন পালিয়ে জীবন রা করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এরিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে পরিদর্শনরত রংপুর কোতয়ালী থানার এস আই মুহিব্বুল জানান, আমি এলাকায় এসেছি সব জেনে পরে রিপোর্ট জমা দিবো। বাড়ির মালিক আব্দুর সাত্তার প্রামানিক জানান,
গতকাল সোমবার সকাল ৬ টার দিকে ভুমি দস্যু ও সন্ত্রাসী মহানগর ছাএলীগ সাবেক সাধারন সম্পাদক রফিকুল,ও মৃদুল, ছত্তার, নুরুল আক্তার, বাবু মিয়া আনিছসহ প্রায় ১০ থেকে ১৫ জন মিলে আমার বাড়িতে এসে হামলা করে। আমরা ভয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে জীবন রক্ষা করি। সন্ত্রাসীরা আমাদেরকে না পেয়ে বাড়িতে থাকা বৃদ্ধ হাজী হাসান আলী, আব্দুর রাজ্জাক, আঙ্গুর মিয়া ও নাবালক জয়কে কুপিয়ে গুরুতর আহত করে বাড়ির আসবাব পত্র ভাংচুর করে গুরুত্বপুর্ণ কাগজপত্র এবং ড্রয়ারে থাকা প্রায় ৩০হাজার এবং আমার স্ত্রীর স্বর্ণের গহনা নিয়ে যায়। আমরা আইনের আশ্রয় নিতে কোর্টে এবং থানায় আসার সুযোগে সন্ত্রাসী আবারও সন্ধ্যায় বাড়িতে হামলা চালায়। তিনি আরও বলেন, বাড়িতে গেলে সন্ত্রাসীরা বাবা এবং ছেলেকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। সন্ত্রাসীদের ভয়ে এখনও আমরা বাড়িতে যেতে পারিনি। তারা যে কোন সময় আমার সহ আমার পরিবারের ক্ষতি করতে পারে বলে তিনি জানান। তিনি বলেন এর আগেও ভূমি দস্যুরা রাত ২ টার দিকে টিনের বেড়া দিয়ে রাতেই মধ্যেই ঘর তুলে জমি দখল করে নিয়েছিল। কোতয়ালী থানা সকল পরে কাগজ দেখে আমাদের জমি আমাদেরকে নিয়ে দেয়। গতকাল সোমবার সরেজমিনে গেলে ঘাঘটপাড়ার বৃদ্ধ নুরুল ইসলাম জানান, রংপুর নগরীর ঘাঘটপাড়ার মৃত সমতুলাহ প্রামানিকের ছেলে আব্দুর সাত্তার প্রামানিক ১৯৯৬ সালে হাসান আলী গংদের কাছ থেকে ৮৬২ খতিয়ানের ৬২৫ দাগের ২৫ শতক জমি কবলামূলে ক্রয় করে শান্তিপুর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। এই এলাকায় আব্দুর সাত্তার প্রামানিকের জমির পরিমান বেশি হওয়ায় তার সম্পদের প্রতি চোখ পড়ে একই এলাকার চিহ্নিত ভূমি দস্যুদের। তারা একত্রিত হয়ে ছাত্তার প্রামানিকের জমিতে টিনের ঘর নির্মান করে ইতিপূর্বেও দখল করে নিয়েছিল। এরই ধারবাহিকতায় গতকাল সোমবার সকালে এবং সন্ধ্যায় আব্দুস সাত্তার প্রামানিকের বাড়িতে ককটেল হামলা করে সন্ত্রাসীরা। হামলাকারী রফিকুল ও মৃদুল এবং আনিছের সাথে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি। এদিকে এলাকাবাসী জানান মহানগর ছাএলীগের নেতা রফিকুর এলাকায় সন্ত্রাসীদের অভয়ারণ তৈরী করেছেন ।

পুরোনো সংবাদ

রংপুর 6410597466552863759

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item