রংপুরে ১নং মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফাটল

হাজী মারুফ,রংপুর ব্যুরো:

রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ফাটল ধরেছে । শিক্ষাথীরা প্রতিদিন আতংকে কাস করছে
জানা গেছে ১৯০২ সালে স্থাপিত এই স্কুলটি । ভবনটি পুরাতন হওয়ার অনেক জায়গায় ফাটল ধরেছে । এ বিষয়ে প্রধান শিক্ষিকা মাহফুজা বেগম জানান আমি উদ্বর্তন কর্মকতাদের স্কুলের বিল্ডিং এর ফাটলের বিষযটি কথা  বলেছি, এদিকে অভিভাবক, কাশেম হাশেম,মওলা জানান আমার গ্রামের এই স্কুল খুব পুরাতন হামরা পড়ছি’ এলা হামার ছাওল পড়তেছে’ স্কুলটার বিল্ডিংএর বেহাল অবস্থা সরকারকি দেখেনা ব্যাহে’ অপরদিকে সহকারী শিক্ষক মনিরজ্জামান,সালমা বেগম, সাহিদা আক্তার,নজরুল ইসলাম জানান আমাদের স্কুলের পড়ালেখার মান খুব ভাল এখানে গরীব হতদরিদ্রের ছেলে মেয়েরা লেখাপড়া করেন, অনেকের  ড্রেস,অসুস্থ হয়ে পড়লে আমাদেও ম্যাডাম  মাহফুজা বেগম ও আমরা ব্যক্তিগতভাবে সাহায্য করে থাকি । স্কুলটি ৯৩ শতক জমির উপরে  অবস্থিত । এলাকাবাসী উদ্বর্তন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা সেই সাথে স্কুলটির দ্রত মেরামত করার অনুরোধ করেন ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3976354039911820862

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item