ডোমারে অনলাইন পত্রিকা অবলোকনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
 নীলফামারীর ডোমারে অনলাইন প্রত্রিকা অবলোকন ডট কমের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
১৪ নভেম্বর শনিবার দুপুর তিনটায় উপজেলার চিলাহাটিতে অবলোকন পত্রিকা কার্যালয়ে নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা ।
 অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অবলোকেেনর ষ্টাফ রিফোর্টাার ও ডোমার সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল পাখি,পর্যায় ক্রমে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের সরকার, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক দিপু, বাংলাদেশ ছাত্রলীগ রাঃবিঃ সহ-সভাপতি  সরকার ফারহানা আখতার সুমি, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি এআই পলাশ, সাধঅরণ সম্পাদক আশরাফুল হক কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, জলঢাকা প্রতিনিধি মুর্তুজা, ডিমলা প্রতিনিধি জাহাঙ্গীর রেজা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থানায় অবলোকন ডট কমের সম্পাদক টিটু ইফতেখার আলোচনা শেষে অবলোকনের বিভিন্ন জেলা ,উপজেলা প্রতিনিধিদের মাঝে তাদের পরিচয় পত্র তুলে দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা ।
 পরে অবলোকনের একবছর পুর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।
 বক্তাগণ অনলাইন সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন ।অনলাইন পত্রিকা সারা বিশ্বকে হাতের মুঠায় নিয়ে এসেছে ।মুহুর্তেই সারা বিশ্ব,দেশ,জেলা,উপজেলার খবর মোবাইলের মাধ্যমে পাওয়া যাচ্ছে ।প্রতিটি জনপ্রিয় পত্রিকা তাদের অনলাইন ভার্সন প্রচার করছে ।কোন কোন বক্তা অনলাইন সাংবাদিকতাকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজনীয়তার গুরত্ব আরোপ করেন ।বস্তুনিষ্ঠ  সংবাদ পরিবেশনের সকল সাংবাদিকদের আহব্বান জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7317252282057140227

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item