জ্বালাও পোড়াও করে মুক্তিযুদ্ধের চেতনা রোধ করা যাবে না------- -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

হাজী মারুফ -

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, দেশের অগ্রগতি বাঁধাগ্রস্থ করতে যারা লেখক, প্রকাশক, ব্লগারদের হত্যা করছে তারাই একদিন পরাজিত হবে। চাপাতি দিয়ে কুপিয়ে এবং জ্বালাও পোড়াও করে মুক্তিযুদ্ধের চেতনা রোধ করা যাবে না।
শুক্রবার সন্ধ্যায় রংপুর চেম্বার মিলনায়তনে বিশিষ্ট ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা মীর আনিছুল হক পেয়ারার সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি দুই বিদেশী নাগরিক খুনসহ বিভিন্ন খুনের ঘটনা ঘটলেও দেশের অগ্রগতি থেমে নেই। প্রধানমস্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশে সুন্দর মানুষের বড় অভাব। আমরা দিনে দিনে আত্মকেন্দ্রীক হয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের মানুষ করতে কেবল পুঁথিগত শিক্ষায় সফলতার মাপকাঠি মেপে চলেছি। এটা ঠিক না, এর বাইরেও সফলতা রয়েছে। এ জন্য ছেলে-মেয়েদের বাইরের জগত সম্পর্কেও ধারণা দিতে অভিভাবকদের প্রতি অুনরোধ জানান তিনি।
আমেরিকান প্রবাসী সাংবাদিক ও রংপুরের কৃতি সন্তান আব্দুল মালেকের আয়োজনে কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হকের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার, রংপুর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, চেম্বার সভাপতি আবুল কাশেম।  অন্যান্যের মধ্যে প্রেসক্লাব সেক্রেটারী আলী আশরাফ, সাংবাদিক আফতাব হোসেনসহ রংপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 4521416409681297981

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item