ভেজাল সন্দেহে কিশোরীগঞ্জে সার আটক

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৮ নভেম্বর॥
ভেজাল সন্দেহে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের খেতুর বাজার থেকে বেশ কিছু রাসায়নিক সারের ৫৩টি প্যাকেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ওই বাজারের খয়রাত হোসেনের কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান থেকে  এসব জব্দ করা হয়। জব্দকৃত সারের প্যাকেটের মধ্যে রয়েছে টেকনো চিলেটেড, কোম্পানীর ১৭ গ্রাম ওজনের চিলেটেড জিংক সারের প্যাকেট ৫০টি, প্রিয়া এ্র্যাগ্রো কোম্পানির ১ কেজি ওজনের বাসুডান ১ প্যাকেট ও ঢাকা বাংলাদেশ কোম্পানির ১ কেজি ওজনের এগ্রো বোরন ।
অভিযানে এসব জব্দ করেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক। এসময় তার সাথে ছিলেন উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও লিয়াকত হোসেন।
কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, এটি কৃষি বিভাগের বাজার মনিটরিং এর অংশ হিসাবে সারগুলো নকল বা ভেজাল সন্দেহ জব্দ করা হয়। যা পরীক্ষাগারে পাঠানো হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 40605693391464702

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item