চিলাহাটি-হলদীবাড়ী সীমান্তে হাজারো মানুষের মিলন মেলা

এ.আই পলাশ ঃ
অবলুপ্ত চতুর্থ দফায় ভারতে গমনকারী ছিটমহল বাসীদের যাওয়ার সময় ভারত-বাংলাদেশে চিলাহাটী-হলদিবাড়ি সীমান্তে হাজারো মানুষের মিলন মেলা ঘটে। গতকাল বুহস্পতিবার চিলাহাটি হলদীবাড়ী সীমান্ত দিয়ে দহলা খাগড়াবাড়ী ও দই খাতা ছিট মহলের ২১টি পরিবারের  ভারতে নাগরিকত্ব কারী ১০৫ জন ব্যক্তি যখন ভারতে গমন করছিল তখন আত্মীয় স্বজনদের সঙ্গে দুই দেশে অব্যন্তরে থাকা ক্ষনিকের জন্য আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য হাজারো মানুষ জমায়েত হয়েছিল। দুই দিকে হাজারো মানুষের ভীড় মাঝখানে কাঁটা তাঁরের বেড়া। এরই মাঝে দেখা ও কথা হয় ভারত ও বাংলাদেশের আত্মীয় স্বজনদের সঙ্গে কেউ কেউ স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে কান্নায় ভেগে পড়েন। অনেকের সঙ্গে এক/দুই যুগ দেখা সাক্ষাৎ মেলেনি আজ এই হাজারো মানুষের মিলন মেলায় আত্মীয় স্বজনরা একে অপরের দেখা করেন ও সুখ দুখের কথা বলেন। বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ  কয়েক ঘন্টার জন্য এই মিলন মেলায় জমায়েত হওয়ার সুযোগ করে দিয়েছিল।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8459237100623768574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item