ডোমারে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা।

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮নভেম্বর বুধবার বেলা ১২ টায় বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে বোড়াগাড়ি  ইউনিয়ন পষিদের সহযোগীতায় জেলা তথ্য কার্যালয় কর্তৃক আয়োজিত দিনব্যাপি কর্মশালার উপজেলা উপরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিরম্ব কুমার রায়, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, প্রেসকাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, ব্র্যাক প্রতিনিধি আব্দুল মাজেদ, মহিলা ইউপি সদস্য দিপালী রানী রায়, সাংবাদিক রওশন রশীদ প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় মা ও শিশু স্বাস্থ পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা  করা হয়। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। এ কার্যক্রম ১৯৯৬ সাল থেকে চলছে বলে কর্মশালার কর্তৃপক্ষ  জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8568407697649202338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item