ডোমারে ওরিয়েন্টেশন কর্মশালা

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার  উপজেলা পরিষদ হলরুমে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর)সাড়ে ১০ টায় জেলা তথ্য অফিস,নীলফামারীর আয়োজনে  ডোমার উপজেলা প্রশাসনের সহযোগিতায় “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থপর্যায়)” শীর্ষক  প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা  অনুষ্টিত হয়েছে ।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া । বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ানম্যান মোঃ আব্দুল হাকিম, জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  হিরম্ব কুমার রায়,ডোমার থানার ওঅফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল(পাখি),প্রেসকাবের সভাপতি মোজাফ্ফর আলী প্রমুখ । এ  ওরিয়েন্টেশন কর্মশালা  সভায় বিভিন্ন পেশার অর্ধ -শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন ।
বক্তারা বলেন,বিয়ে রেজিস্ট্রেশনের সময়ে প্রধান শিক্ষক কতৃর্ক জন্ম নিবন্ধন সনদ প্রদান,ভুয়া কাজী কর্তৃক বিয়ে রোধ,রেজিষ্টার্ড কাজী কর্তৃক বিয়ে পড়ানো,স্কুল থেকেই ১৮ বছর পূর্ন প্রাপ্তীর সনদ প্রদান,শিশু শ্রম বন্ধের পাশাপাশি তাদের লেখা পড়া করানো,যৌতুক প্রথা রোধের উপর গুরুত্ব আরোপ করেন ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4622621882185677772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item