ডিমলায় পল্লীশ্রীর ট্যাব বিতরন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৭ নবেম্বর॥
স্মাটফোনের পর এবং তিস্তাপাড়ের সিবিওর নারীরা এবার পেলো ট্যাব। অনলাইনের মাধ্যমে নিজের  উৎপাদিত ফসলের ব্যবসা বানিজ্যের প্রসার ও নিজেদের মধ্যে সহজ যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে ওই সব নারীরা স্মাটফোন ও ট্যাবের সাহার্য্যে অনলাইন ভিজিট করতে পারবে। 
সোমবার (১৬ নভেম্বর) বিকালে নীলফামারীর ডিমলা উপজেলায় পল্লীশ্রী রি-কল প্রকল্পের ইউনিট অফিসে তিস্তা চরের ৬টি সিবিওর নারীদের মাঝে ৬টি ট্যাব বিতরন করা হয়। এই নারীরা তিস্তার পাড়ের হতদরিদ্র। তাদের সাবলম্বী করতে অক্রফার্মের অর্থায়নে পল্লীশ্রী রি-কল কাজ করছে।
ট্যাব বিতরন অনুষ্ঠানে তিস্তাপাড়ের মুক্তি জনসংগঠনের সভাপ্রধান সেলিনা বেগম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার তিস্তা বিধৌত টেপাখডিবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, খগাখড়িবাড়ী  ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা পরিষদের নির্বাচিত নারী সদস্য শেফালী বেগম, পল্লীশ্রী  রি-কল প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বম্মর্ন সহ প্রমুখ।
পল্লীশ্রী  রি-কল প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বম্মর্ন জানান বাংলাদেশ এখন ডিজিটাল যুগে। তাই তথ্য প্রযুক্তির সাথে বাংলাদেশ এগিয়ে চলেছে। তাই তিস্তা চরের নারীদের উৎপাদিত পন্যসহ যাবতীয় সমস্যা মোকাবিলায় তথ্য আদান প্রদানে ট্যাব সহায়ক ভুমিকা পালন করবে। এর আগে তিস্তাপাড়ের অপর  ১৪টি সিবিএ নারী সমিতিকে স্মার্টফোন দেয়া হয়েছিল।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4150426036434838541

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item