ডোমারে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে তাফসীরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। ২৯নভেম্বর রবিবার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া হলহলিয়া যুগ্ন হাফেজিয়া ও এতিমখানা মাদরাসার উদ্যেগে ৬ষ্ঠ তম মাহফিলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  অবঃ শিক আব্দুল আব্দুল হাই সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন, বিশেষ অতিথি জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, রজব আলী মাষ্টার, ডাঃ জিকরুল হক স¤্রাট, পরিচালনা কমিটির সভাপতি তায়েজুল ইসলাম তুহিন, সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওঃ রায়হান উদ্দিন, সুপার, চন্ডিপুর দাখিল মাদরাসা।  বিশেষ বক্তা হযরত মাওঃ হাফেজ আবু তাহের, পরিচালক, দারুস সালাম হাফেজিয়া মাদরাসা, দিনাজপুর, হযরত মাওঃ মেসলেহ উদ্দিন শাহ্ এম,এ, অধ্য, ডোমার আইডিয়াল একাডেমী। মাহফিলে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষের ঢল নামে যেনো মুসলিম উম্মার  মিলন মেলায় পরিনত  হয় এদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত মাদরাসার শিক্ষক হাফেজ মোমিনুর রহমান জানান, আমাদের মাদরাসা  ও এতিম খানায় মোট ছ্ত্রা সংখ্যা ৪০ জন ১ জন শিক ১৫ বছর যাবত খেদমত করে আসছি। আর্থিক জনিত কারনে মাঝখানে মাদরাসাটি বন্ধ হতে বসেছে প্রায়। স্বল্প আয়ে বর্তমানে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। আগামীতে সরকারী ও জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি ও সহযোগীতা পেলে এরচেয়েও আরো বড় ধরনের পদপে নিতে পারবে বলে আশা করেন। আমরা উর্ধতন কর্তৃপরে নিকট বিষয়টির আশুসমাধানের জোর দাবী জানাচ্ছি। পরে উক্ত মাদরাসার ৫ জন হাফেজ ছাত্রকে পাগড়ী টুপি প্রদান করা করেন অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7116066339265153330

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item