সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে গনসচেতনার লক্ষ্যে ফায়ার সর্ভিসের পক্ষে মহড়া প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহড়াটি প্রদর্শন করা হয় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এই মহড়া উপভোগ করতে বিভিন্ন এলাকার মানুষজন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিড় করেছিল। সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন জানান ভূমিকম্প, আগুনসহ দুর্যোগ দুর্যোগ প্রশমনে সচেনাতার জন্য এই বিশেষ মহড়াটি তারা প্রদর্শন করেছে। এদিকে এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা শহরে  বর্নাঢ্য র‌্যালি শেষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা করা হয় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, রওনক জাহান রিনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল পর্যায়ে দুইটি গ্রুপের তিন জন করে ৬ জন শিক্ষার্থী সৈয়দা মাজিয়া জেবা, আয়শা আহমেদ তিশা, নিশা তাসনিম এবং  শারমিলা হক, তাসনিম জাহান ও মির্জা আহমেদ কে অতিথিরা পুরস্কার প্রদান করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1657512910833050906

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item