রংপুরে পল্লব মেডিসিনের ডা: খাইরুলের ভুল চিকিৎসায় কাশ্মীরী রামছাগলের মৃত্যু-থানায় অভিযোগ

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস :

রংপুরে পল্লব মেডিনিনের ডাক্তার খাইরুল ভুল চিকিৎসার বড় কাশ্মীরী জাতের ৩মাসের পেটে বাচ্চা নিয়ে মারা গেলেন গত বুধবার বিকেলে  রামছাগল কালু  । এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগ সুএে জানা গেছে সেনপাড়ার ফরহাদ ওরফে মন্ডলের রামছাগলের খাওয়ার রুচি না থাকায় গত মঙ্গলবার  গুপ্তপাড়ার জীবনবীমার পাশে পল্লব মেডিসিনের ডাক্তারের কাছে নিয়ে আসেন । পল্লব এর কর্ররত নগেন জানান একটু অপেক্ষা করুন ডাক্তার আসছে । তার কিছুক্ষণ পর ডাক্তার খাইরুল আসেন তার পাশে থাকা পল্লব মেডিসিনের সহকারী পালপাড়ার রতন কুমার দাস  বলেন বাসার গেলে ফ্রি ৩০০ টাকা এখানে দেখালে ১৫০ টাকা ফ্রি লাগবে । ফরহাদ ছাগলটিকে পল্লব মেডিসিনের সামনে নিয়ে আসনে । ডা: খাইরুল ছাগলটি দেখে বললেন ইনজ্কেশন দিতে হবে । তার মুল্য ১৯০ টাকা । ইনজ্কেশন পুশ করার পরে বাসায় নিয়ে গেলে  ছাগলটি বাসায় কাতরাতে থাকে আর সুয়ে পরে পা দিয়ে দাড়াতে পারেনা । পরে পশু হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার কাগজ দেখে বলেন রামছালটির ভুল চিকিৎসা হয়েছে আমাদের পক্ষে আর ভাল করা সন্ভব না । অপরদিকে পশুহাসপাতারের কতৃপক্ষ জানান পল্লব মেডিসিনে বসে দীর্ঘদিন থেকে নানাভাবে হয়রানি করে আসছে ভুয়া ডা: খাইরুল ও পল্লব মেডিসিনের কর্মরত হাতুরে ডাক্তাররা । এরকম চিকিৎসায়  পশুহাসপাল অনেকে বিপাকে পড়েন । পশুহাসপাতাল থেকে বাসা নেওয়ার পথে রামছাগলটি মারা যান । এ ঘটনায় অসহায় পরিবারটি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন । 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 7148711414569259920

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item