রংপুরে শিক্ষিকার বিররুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস : 

রংপুরে কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপুন আক্তারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ কাউনিয়া উপজেলার একটি সপ্তাহিক পত্রিকায় প্রকাশ হওয়ায় ফুঁসে উঠেছে এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মানুষেরা বিদ্যালয় ছুটির পর মীরবাগ বাজার সংলগ্ন রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পার্শ্বে মানব বন্ধন ও সুধী সমাবেশের আয়োজন করেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পুষ্পজিৎ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন , উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী,বেগম, বড়–য়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক মনির উদ্দিন ,বিএম কলেজের অধ্যক্ষ শাহ্ মো. রেজাউল ইসলাম, ধর্মেশ্বর মহেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেন, শিক্ষক সমিতির নেতা মোজাম্মেল হক, সামসুল হক, রাজনীতিবিদ রফিকুল ইসলাম চৌধুরি, গোবিন্দ দাস, সামসুন নাহার, সাংস্কৃতিক কর্মী এসএম সাথী বেগম অভিভাবক রবিউল ইসলাম ও কুদ্দুস সরকার প্রমূখ ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষিকা যখন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন এবং জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে ওই উপজেলাকে পরিচিত করছেন। এতে একটি কুচক্রি মহল ইর্ষান্বিত হয়ে বিদ্যালটির সুনাম ক্ষুন্ন করার জন্য অপ্রচার চালাচ্ছেন। বক্তারা আরোও অভিযোগ করেন, ওই কুচক্রি মহলটি বিদ্যালয়ের  সুনাম ক্ষুন্ন করতে না পেরে প্রধান শিক্ষিকার ব্যক্তি চরিত্র হননে উঠে পড়ে লেগেছেন। তারা তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহেণের জোর দাবি জানান। এর আগে রংপুর সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ওই শিক্ষিকা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6599362320165608479

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item