নীলফামারীর বড় মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ  

শত বছরের পুরনো ঐতিহ্যবাহী নীলফামারীর বড় মাঠ অবৈধ দখলমুক্ত ও মাঠের পরিবেশ ফিরিয়ে এনে ঐতিহ্য রক্ষার করার দাবিতে আন্দোলনে নেমেছে জেলার সর্বস্তরের মানুষ।   রবিবার সকাল ১১টায় সাবেক ও  বর্তমান খেলোয়াড়দের ব্যানারে শহরের ডিসি চত্বরে  ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে  শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিার্থী,বিভিন্ন ক্রিড়া সংগঠনের খেলোয়ার সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আন্দোলন কারীরা  কাঁদামাটিতে ভরা নীলফামারী বড় মাঠে অবস্থান নিয়ে ধানের চারা রোপন করে।আন্দোলনের সঙ্গে একাতœতা  প্রকাশ করে এতে বক্তব্যে রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়,স্বচিবের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান শাহীন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার হোসেন মানিক, সাবেক ফুটবলার বঙ্কু বিহারি রায়, সাবেক খেলোয়ার ওয়াদুদ রহমান, সদর উপজেলা ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক দিপক চক্রবর্তী, সাবেক খেলোয়ার জ্যোতিনময় রায় খোকন, মহসীন রেজা রূপম, তরিকুল ইসলাম গোলাপ, ভূবনমহন তরফাদার, বঙ্কু বিহারী রায়, ক্রীড়া সংগঠক অধ্যাপক শামিমা রহমান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ১৯১৪ সালে শহরে প্রাণ কেন্দ্রে ১৩ দশমিক ২৪ একর জমিতে তৈরী ঐতিহ্যবাহী বড়মাঠটি প্রতিদিনই একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। বছরজুড়ে সরকারি-বেসরকারি বিভিন্ন মেলা,  কোরবানীর পশুর হাট এবং নানা ধরণের দোকান বসার কারণে মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। তাই বক্তারা মাঠ থেকে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের মাধ্যমে মাঠটি সংষ্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি করেন

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7336202186400697510

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item